Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ৬টি সোনার বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ২৩:৪৩

ঝিনাইদহ: মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ৬টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার কাছ উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৫৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার ১০৬ টাকা।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। তবে আটকের নাম-পরিচয় প্রাথমিকভাবে উল্লেখ করেনি বিজিবি।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির টহলদল বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন ব্যক্তির পকেট তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়াও একটি মোবাইল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

চোরাকারবারি আটক ঝিনাইদহ সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর