আনসার আল ইসলাম’র ৩ সদস্য গ্রেফতার
২৩ এপ্রিল ২০১৮ ১৩:৩৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৬:০৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজশাহী: রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (২২ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রাজু আহম্মেদ (২৪), ফরহাদ হোসাইন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৬)। তারা বেলপুকুর এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে সংবাদ পেয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি আনসার আল ইসলাম এর সদস্য রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলপুকুর থানার জামিরা এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির আরও দুইজন সদস্য ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সারাবাংলা/টিএম/এমআইএস/
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook