ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ চলাচল শুরু
আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট ২০২২ ২১:০০ | আপডেট: ২ আগস্ট ২০২২ ১১:৪৪
১ আগস্ট ২০২২ ২১:০০ | আপডেট: ২ আগস্ট ২০২২ ১১:৪৪
রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তির পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দর থেকে প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
সোমবার (১ আগস্ট) স্থানীয় সময় সকালে জাহাজটি বন্দর ছেড়ে যায় বলে জানিয়েছে তুরস্ক এবং ইউক্রেনের কর্মকর্তারা।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রেখে শস্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল রাশিয়া। তারপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে হওয়া এক চুক্তির মাধ্যমে নতুন করে শস্যবাহী জাহাজ চলাচল শুরু হলো।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানাচ্ছেন, সিয়েরালিয়নের একটি শস্যবাহী জাহাজ ওডেসা বন্দর থেকে লিবিয়ার ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের উচ্চমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাবাংলা/একেএম