চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ফুলমালার মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ২১:২১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৮
১ আগস্ট ২০২২ ২১:২১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৮
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ফুলমালা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আশব বারির স্ত্রী। সোমবার (১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এদিন সকালে তার স্বামীর ইজিবাইকে চার্জ দিতে যান ফুলমালা খাতুন। ওই সময় অসাবধানতাবশত চার্জারের তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওর পথে তিনি মারা যান ।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমও