Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ফের একজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৮:০৩ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১৯:০৭

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মীরসরাই রেলস্টেশনের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটেছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তি একজন পুরুষ বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তার নাম-পরিচয়, বয়স জানতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম সারাবাংলাকে বলেন, ‘ট্রেনে কাটা পড়ে লাশ একেবারে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। চেহারা বোঝার কোনো উপায় নেই। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি মানসিক ভারসাম্যহীন ছিলেন সেটা আমরা খতিয়ে দেখছি।’

গত শুক্রবার (২৯ জুলাই) দুপুরে একই মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে যাবার পথে মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের আরোহী ১১ জন ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাইক্রোবাসের একজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

সেই দুর্ঘটনার পর চট্টগ্রাম রেলস্টেশনে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশনের কাছে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রভাতি এক্সপ্রেস মহানগর রেল লাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর