Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ছাত্রলীগের সভাপতি আরাফাত, সম্পাদক জয়

ইবি করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ০০:০১

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল সিদ্দিকী আরাফাত সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সি কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, বনি আমিন, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদে এম জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, হামিদুর রহমান। আগামী এক বছর তারা এসব পদে দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/পিটিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটি ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর