Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বিচারপতি নিয়োগের পর হাইকোর্টের ৫৩ বেঞ্চ গঠন

স্টাফ করেসপনডেন্ট
৩১ জুলাই ২০২২ ২৩:৪৪ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১২:৩৪

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ বিচারপতি নিয়োগের পর হাইকোর্টের ৫৩টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর এ সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশে গঠিত ৫৩টি বেঞ্চের মধ্যে ৩৭টি দ্বৈত বেঞ্চ এবং ১৬টি একক বেঞ্চ।

প্রধান বিচারপতির আদেশে বলা হয়, আগামী ১ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

এর আগে, রোববার (৩১ জুলাই) সকালে এই ১১ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ নেওয়ার দিন থেকে কার্যকর হবে।

এরপর বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নব নিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ নব নিযুক্ত বিচারপতিবৃন্দের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ বিচারক নিয়োগ বেঞ্চ গঠন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর