Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সমাবেশে পুলিশি হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ২২:২০

ঢাকা: ভোলায় বিদ্যুৎ ও খাদ্যসংকট নিয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে পুলিশের গুলি ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এই ঘটনাকে ‘ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড’ বলেও মন্তব্য করেছেন।

রোববার (৩১ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গণদাবি নিয়ে শান্তিপূর্ণ মিছিলে এই হামলা আক্রমণ ও গুলিবর্ষণ, সরকারের বর্বর দমননীতির বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক, নিহত ১

 

তিনি বলেন, ‘সরকার আজ রাজনৈতিক ভাবে এতটাই দেউলিয়া ও বেসামাল যে, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশ মিছিলেও তারা আতংকগ্রস্ত হয়ে উঠে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা দমন করেই তাদের অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।’

সরকারের অপশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ দমন-নিপীড়ন চালিয়ে চাপা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কর্মী আবদুর রহিমের হত্যাকাণ্ডসহ সমগ্র ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

একইসঙ্গে তিনি সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করারও আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

নিন্দা পুলিশি হামলা বিএনপির সমাবেশ বিদ্যুৎ ও খাদ্যসংকট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর