ডিবিসির ক্যামেরাম্যানের ওপর আসামির স্বজনদের হামলা
৩১ জুলাই ২০২২ ২০:৪৮ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ২১:০৯
ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেফতার চার আসামির স্বজনরা হামলা চালিয়েছেন ডিবিসির ক্যামেরাম্যান আল আমিনের ওপর।
রোববার (৩১ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ঢাকার সিএমএম আদালতের নিচে এ ঘটনা ঘটে। তাদের আঘাতে আল আমিনের চোখ, মুখ ফুলে গেছে। ভেঙে ফেলা হয় তার ক্যামেরাও। প্রাথমিকভাবে তাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার চার আসামি সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান ওরফে টিটু, জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন, আসিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল এবং খাইরুল ইসলাম ওরফে খাইরুলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল তিনটা থেকে সাংবাদিকরা আসামিদের ছবি ও ভিডিও ফুটেজের জন্য অপেক্ষা করতে থাকেন। এ অবস্থায় বিকেল পৌনে ৪টার কিছু আগে পুলিশ পাহারায় আসামিদের হাজতখানা থেকে বের করা হয়।
সিএমএম আদালতে নিচে আসলে আসামিদের স্বজনরা হুট করেই ডিবিসির ক্যামেরা ম্যান আল আমিনের ওপর চড়াও হন। তারা তাকে কিল, ঘুষি মারতে থাকেন। ভেঙে ফেলা হয় তার ক্যামেরাও। পরে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা আল আমিনকে উদ্ধার করেন। তাদের দেখে হামলাকারীরা দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে সটকে পড়ে।
পরে আহত আল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এদিকে এ ঘটনায় কোতয়ালীয় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ডিবিসির রিপোর্টার লিটন মাহমুদ।
সারাবাংলা/এআই/এনএস