Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি রেলস্টেশন আধুনিকায়নের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ২০:০০ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ২০:০১

দিনাজপুর: জেলায় হাকিমপুর উপজেলায় হিলি রেলস্টেশনের আধুনিকায়ন এবং সকল আন্তঃজেলা ট্রেন বিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা বিভিন্ন রকম ব্যানার ও ফেস্টুন নিয়ে হিলি রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে শিক্ষক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সারাবাংলা/এনএস

দিনাজপুর হাকিমপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর