Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ১৯:৪৭

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় বজ্রপাতে মতিউর মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মতিউর মণ্ডল একই গ্রামের মৃত ওয়াহাব মণ্ডলের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলি বেগম জানান, রোববার দুপুরে বৃদ্ধ কৃষক মতিউর গরু নিয়ে মাঠে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাঠেই তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. হাবিবুল্লাহ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি সেখানে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।

সারাবাংলা/এনএস

বজ্রপাত বজ্রপাতে কৃষকের মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর