Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ২২:১৬ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ২২:১৭

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদরের রাজারামপুরে ফুটবল খেলা সময় বজ্রপাতে মো. সাদ ইসলাম (১৪) নামে এক ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রাণহারিয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) ও হিমেল (১২) নামে আরও দুইজন আহত হয়।

শনিবার (৩০ জুলাই) বিকালে বৃষ্টির সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর মহল্লার একটি মাঠে খেলার সময় বজ্রপাত হলে সাদ জ্ঞান হারিয়ে ফেলে। নিহত সাদ রাজারামপুর মৌলভীপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে এবং  ধাপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টির সময় রাজারামপুর হাসিনা বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে সাদ ও হিমেল ফুটবল খেলছিল এবং জাহাঙ্গীর আলম খেলা দেখছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সাদ, হিমেল ও জাহাঙ্গীর আলম জ্ঞান হারিয়ে ফেলে। তাদের দ্রুত জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান জানান, উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিহত পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর