Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বেড়েছে মরিচের ঝাঁঝ, জিরার দামও বাড়তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ২১:৫৫ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ১১:২৯

ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার হিলিতে সরবরাহ কম ও আমদানি বন্ধের অযুহাতে বেড়েছে কাঁচা মরিচ ও শুকনো মরিচের দাম। একইসঙ্গে বেড়েছে জিরার দামও। কাঁচা মরিচ প্রতিকেজিতে দাম বেড়েছে ৪০ টাকা এবং শুকনো মরিচের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা, আর জিরার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। হঠাৎ করে এসব পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। অন্যদিকে কাঁচা মরিচের আইপি বন্ধ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানিও বন্ধ রয়েছে। আমদানিকারকদের দাবি কাঁচা মরিচ আমদানি অনুমতি দিলে বাজারে পণ্যটির দাম স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ জুলাই) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ও শুকনো মরিচের পসরা সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা। তবে ১২০ টাকা কেজির কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে, শুকনো মরিচ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে ২২০ টাকা কেজির শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। অন্যদিকে ডলার রেট বৃদ্ধির অযুহাতে ৪০০ টাকা কেজির জিরা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২০ টাকা।

বিজ্ঞাপন

কাঁচা বাজার করতে আসা রফিক নামের এক ক্রেতা বলেন, সামন্য কিছু হলে অযুহাত দেখিয়ে সব জিনিসের দাম বাড়ানো হয়। কালকে ১২০ টাকার কাঁচা মরিচ আজকে কিনতে হলো ১৬০ টাকা দিয়ে। এই দাম বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হয়। কারণ বাজার করার জন্য হিসেব করে টাকা নিয়ে আসি, ব্যয় বাড়লেও আমাদের আয় বাড়েনি। সরকারের কাছে দাবি বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম সাধারণ ক্রেতাদের নাগালে রাখার।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী রুবেল বলেন, আমাদের হিলিতে শুকনো মরিচগুলো মূলত পঞ্চগড় ও বগুড়া থেকে আসে। এসব মোকামগুলোতে সরবরাহ কমে গেছে এবং দামও বেড়েছে। যার কারণে আমরাও বেশি দামে কিনছি, তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে কাঁচা মরিচের একই অবস্থা। দেশের কাঁচা মরিচের ক্ষেতগুলো নষ্ট হওয়ার কারণে কমেছে সরবরাহ, ফলে দামটা বেশি। তবে আমদানি শুরু হলে দাম কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, প্রতিবছর শীত ও বর্ষা মৌসুমে দেশের কাঁচা মরিচের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। ফলে বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম না। তবে আমরা এবার কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করতে পারছি না। কারণ ঢাকা খামার বাড়ি থেকে আমাদের কাঁচা মরিচ আমদানির আইপি অনুমতি দিচ্ছে না। যে কারণে আমরা আমদানি করতে পারছি না। সরকার যদি কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় তাহলে দেশের বাজারের কাঁচা মরিচের দাম কমে আসবে।

সারাবাংলা/এনএস

কাঁচা মরিচ জিরা টপ নিউজ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর