বিএনপি তামাশা আর কৌতুকের পাত্র নয়: হাফিজ
৩০ জুলাই ২০২২ ২২:০৩ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ২২:১১
রংপুর: তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মেজর হাফিজ এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে তামাশা আখ্যায়িত করে মেজর হাফিজ বলেন, ‘এতো দিন লাঠিপেটা করে প্রধানমন্ত্রী এখন চায়ের দাওয়াত দিচ্ছেন। ইসি বন্দুক নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে কৌতুক করছেন।’
বিএনপি তামাশা আর কৌতুকের পাত্র নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।’
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে নগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অনেকে।
সারাবাংলা/এমও