মহাসচিবের নেতৃত্বে রোববার ইসির সংলাপে যাচ্ছে জাপা
৩০ জুলাই ২০২২ ২১:০৩
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলমান নির্বাচন কমিশনের সংলাপে আগামীকাল রোববার (৩১ জুলাই) অংশ নিচ্ছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। এদিন সকাল ১১ টায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি‘র নেতৃত্বে ১৩ সদস্যর একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নিচ্ছে।
ইসির সংলাপে জাতীর পার্টির ১৩ সদস্যর প্রতিনিধি দলে রয়েছেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফকরুল ইমাম এমপি, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
উল্লেখ্য, নির্বাচনের প্রায় দেড় বছর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া ইসির সংলাপে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইসির এই সংলাপ বর্জন করেছে। ১১ দিনব্যাপী ইসির সংলাপে ৩৯ দলের মধ্যে নয়টি দল সংলাপ বর্জন করেছে। ইতোমধ্যেই ২৬টি দল সংলাপে অংশ নিযেছে। এছাড়া দু’টি দল সময় পেছানোর জন্য ইসির কাছে অনুরোধ করেছে। আগামীকাল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই দু’টি দলের সঙ্গে ইসির সংলাপে বসার কথা।
সারাবাংলা/জিএস/পিটিএম