Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৯:৩৩

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩০ জুলাই) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, সকালে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসন্দিা হাসান মিয়া জানায়, শনিবার সকালে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার চৌরাস্তায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অপরদিকে, একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান। তারও কোনো পরিচয় পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

দুর্ঘটনা নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর