গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৯:০০ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ২০:০৫
৩০ জুলাই ২০২২ ১৯:০০ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ২০:০৫
বরিশাল: গাছ থেকে পড়ে বরিশালের আগৈলঝাড়ায় সুরঞ্জন বাড়ৈ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কারফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুরঞ্জন আগৈলঝাড়ার মৃত যতীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সুরঞ্জন উপজেলার কারফা এলাকার এক ব্যক্তির গাছ কাটছিলেন। এ সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, হাসপাতালে আনার আগেই সুরঞ্জনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এসএসএ