Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ১৮টি কবর থেকে কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৮:৪৭ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৮:৫০

কবর থেকে কঙ্কাল চুরি করা হয়, ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী কবরস্থানের ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ জুলাই) জেলার পীরগঞ্জ উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে আঁধারে কবরস্থানের কবর খুড়ে কে বা কারা কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। এ সময় মরদেহের কাপড় গোরস্থানে ফেলে যায়। সকালে এলাকাবাসী ৯৯৯ এর কলের মাধ্যমে পুলিশে খবর দিলে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে এসপি জাহাঙ্গীর হোসেন জানান, এর আগেও পঞ্চগড়ের বোদা উপজেলায় এ ধরনের একটি ঘটনা ঘটে। এটি নিঃসন্দেহে কঙ্কাল চুরি চক্রের কাজ। এ চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কঙ্কাল চুরি করে মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে। আমরা এ চক্রটিকে ধরতে তদন্ত অব্যাহত রাখব।

সারাবাংলা/এনএস

কঙ্কাল চুরি ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর