Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান্নাঘর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৮:০৪

বরিশাল: পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় আবু সালেহ ফরাজী (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বসতবা‌ড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে দিনমজুরের স্ত্রী কোকিলা বেগম পলাতক রয়েছে।

নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক ফরাজীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত তিন বছর আগে একই গ্রামের মৃত আ. হালিম মিয়ার মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন দিনমজুর আবু সালেহ ফরাজী। এ দম্পতি নিঃসন্তান ছিলেন।

সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী কোকিলা বেগম বাবার বাড়ি চলে যান। শুক্রবার স্বামী আবু সালেহ শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। স্ত্রী বাড়িতে ফিরে দেখেন এনজিও থেকে পাওয়া একটি গরু স্বামী তাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়। শনিবার সকালে প্রতিবেশীরা ওই দিনমজুরের মরদেহ রান্নাঘরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী কোকিলা বেগমকে পাওয়া যায়নি। তিনি নিখোঁজ রয়েছেন।

নিহত আবু সালের প্রথম স্ত্রীর বড় মেয়ে সালমা বেগম বলেন, ‘আমার বাবাকে ছোট মা কোকিলা বেগম হত্যা করে পালিয়ে গেছে। আমি এর কঠিন বিচার চাই।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বরিশাল মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর