Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে মাংকিপক্স জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২ ১৪:৫৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাংকিপক্স দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল টুইটারে এ ঘোষণা দেন। মাংকিপক্সের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টুইটারে হচুল বলেন, মাংকিপক্স প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য আমি রাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করছি।

গভর্নর একটি নির্বাহী আদেশও জারি করেছেন। এতে বলা হয়েছে, দেশে সংক্রমণের সর্বোচ্চ হার এখন নিউইয়র্কে। জরুরি অবস্থা ঘোষণার ফলে মাঙ্কিপক্সের উন্নত ভ্যাকসিন বিতরণ কাজ দ্রুত সম্পন্ন করা যাবে।

মাংকিপক্স প্রথমে আফ্রিকায় শনাক্ত হয়। বর্তমানে এ ভাইরাস অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়েছে।

আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার (২৯ জুলাই) ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন ইউরোপের মধ্যেও মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন।

এ পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে ১৮ হাজারের বেশি মানুষ মাংকিপক্স আক্রান্ত হয়েছেন। এর জেরে এক সপ্তাহ আগে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সারাবাংলা/আইই

টপ নিউজ মাংকিপক্স

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর