হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৪:৪১
৩০ জুলাই ২০২২ ১৪:৪১
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপার নিহত হয়েছেন। নিহত একজন ঢাকার কেরানীগঞ্জ এলাকার আলী মিয়ার ছেলে লিটন শেখ (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, শনিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় একটি দাড়িয়ে থাকা ট্রাককে সিলেটে গামী অপর একটি ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের হেলপার আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করেছে।
সারাবাংলা/একে