Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি সাশ্রয়ে টাই না পরার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২ ১০:৩৫ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৬:২৭

ঢাকা: সরকারি ও বেসরকারি কর্মীদের কর্মক্ষেত্রে টাই পরা বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, জরুরি জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণ করতে যাচ্ছে তার সরকার, এ লক্ষ্যে আগামী ১ আগস্ট আসছে নানা নির্দেশনা।

শুক্রবার (২৯ জুলাই) পেদ্রো সানচেজ যখন টাই না পরার আহ্বান জানান তখন স্পেনের রাজধানী মাদ্রিদের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেভিয়ার তাপমাত্রা তখন ৩৯ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন গরমে টাই না পরতে মন্ত্রিসভার সদস্য এবং সরকারি-বেসরকারি কর্মীদের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মাদ্রিদে একটি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানোর সময় নিজেও টাই পরেননি সানচেজ। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আমি টাই পরছি না এবং আমি মন্ত্রিদেরও বলেছি টাই না পরার জন্য।

আরও পড়ুন

টাই না পরলে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় হবে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি স্পেনের প্রধানমন্ত্রী। তবে গরমে শীততাপ যন্ত্রের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখার একটি নির্দেশনা দিয়েছে জলবায়ু ও পরিবেশ পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। টাই পরলে গরম অনুভূত হয়, তাই শীততাপ যন্ত্র বেশি ব্যবহৃত হয়। এ কারণেই পেদ্রো সানচেজ টাই না পরার আহ্বান জানিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

সারাবাংলা/আইই

পেদ্রো সানচেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর