বঙ্গোপসাগরে জলদস্যুর তাণ্ডব, ২৬ ট্রলারে ডাকাতি
৩০ জুলাই ২০২২ ০৮:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৬:২৭
পটুয়াখালী: পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত ২৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতদল। ডুবিয়ে দিয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন জেলে। তাদেরকে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে নিমজ্জিত ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছেন অন্য ট্রলারের জেলেরা। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।
শুক্রবার (২৯ জুলাই) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০/২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।
মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরে জেলেদের নিরাপত্তায় সরকারের সহযোগিতার দাবি জানান।
ইতোমধ্যে ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পটুয়াখালী।
সারাবাংলা/এএম