চাঁদপুরে ট্রাকচাপায় ৩ রিকশার আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ০৮:৫২
৩০ জুলাই ২০২২ ০৮:৫২
চাঁদপুর: চাঁদপুরে ট্রাকচাপায় ৩ রিকশা আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান, একটি রিকশা করে তিন যাত্রী চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।
সারাবাংলা/এএম