Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা মেয়রের

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ২৩:৩৪

নোবিপ্রবি: বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে থাকা-খাওয়ার উদ্যোগ নিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল৷

আগামী ৩০ জুলাই সারাদেশে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিবেন, তারা এ সুবিধা পাবেন বলে জানান আয়োজকরা। অতীত এ উদ্যোগটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা পেয়েছেন আয়োজকরা।

উদ্যোগটি বাস্তবায়নে নোয়াখালীর সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে আসছে বলেন জানান মেয়র। ইতোমধ্যে মেয়রের নির্দেশনায় জেলা শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সহায়তা বুথ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন স্বেচ্ছাসেবকরাও।

সরেজমিনে দেখা যায়, জেলা শহর মাইজদী থেকে সোনাপুর ও ক্যাম্পাস এলাকায় স্থাপন করা হয়েছে সহায়তা বুথ। সেখানে একই রঙের টি-শার্ট পরে সেবা দিবেন দায়িত্বরত ভলান্টিয়াররা। শিক্ষার্থী ও অভিভাবকদের থাকার জন্য পৌরসভা ভবনটি প্রস্তুত করা হয়েছে।

উদ্যোগের প্রধান পরিকল্পনাকারী নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ্ খান সোহেল বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন অঞ্চল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নোয়াখালীতে আসেন। গত ছয় বছর ধরে আমি তাদের থাকা-খাওয়ার ব্যবস্থায় এ উদ্যোগ গ্রহণ করে আসছি। প্রথমে আমি দেখলাম, যে পরিমাণ শিক্ষার্থী অভিভাবকসহ পরীক্ষা দিতে নোয়াখালীতে আসে, সে তুলনায় আবাসন ব্যবস্থা ব্যবস্থা এখানে নেই। অসুবিধার কথা চিন্তা করে শিক্ষার্থী এবং অভিভাবকদের থাকা,খাওয়া, চিকিৎসা এবং পরিবহণ সুবিধার ব্যবস্থা নিশ্চিত করে আসছি। পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা থাকলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

থাকা খাওয়ার ব্যবস্থা নোবিপ্রবি ভর্তিচ্ছু শিক্ষার্থী