Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুধের দাম বাড়ানো অযৌক্তিক, ক্ষোভ সাধারণ মানুষের

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ০৮:২৮

ঢাকা: সয়াবিন তেল, চিনি আর আটা-ময়দার দাম বৃদ্ধির পর এর সঙ্গে সম্পর্কযুক্ত সকল পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। কিন্তু দুধের দাম বাড়ানোর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না ভোক্তা সাধারণ। নতুন করে দুধের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে দুধ কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রান্তিক খামারিদের কাছ থেকে বেশি দামে দুধ কেনা, শ্রমিকদের বেতন বৃদ্ধি, বাড়তি পরিবহন খরচ আর কাঁচামালসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় দুধের দাম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বাজারগুলো ঘুরলে সাধারণ ক্রেতাদের দুধের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

ক্রেতাদের দাবি— সয়াবিন তেল, চিনি আর আটা ময়দার দাম বাড়ানোর ফলে সবকিছুর দাম বেড়ে গেছে। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। এসব নিয়ে আমরা প্রতিনিয়ত অভিযোগ করে আসছি। কোনো সুরাহা হচ্ছে না। এরমধ্যেই হঠাৎ করে সব ধরনের দুধের দাম বৃদ্ধিতে ক্রেতাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে।

গেণ্ডারিয়া এলাকায় সালমান স্টোরে প্যাকেটজাত তরল দুধের বিভিন্ন ব্রান্ডের দাম জিজ্ঞেস করছিলেন আব্দুর রহিম নামে একজন ক্রেতা। তিনি সারাবাংলাকে বলেন, ‘ফার্মফ্রেশ, প্রাণ, আড়ং, মিল্ক ভিটার এক লিটার প্যাকেটজাত দুধের দাম ৮০ টাকা করা হয়েছে। কদিন আগেও এর গায়ের দাম ছিল ৭০ টাকা। খুচরা পর্যায়ে নেওয়া হতো ৬৫ টাকা। হাফ লিটারের দাম রাখা হতো ৩৫ টাকা। আজ দুধ কিনতে এসে জানতে পারলাম এর দাম ৮০ টাকা করা হয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে ওই ক্রেতা বলেন, ‘আমরা পরিবারে যারা বড়রা আছি তারা তো অনেক আগেই দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র বাচ্চাদের একটু আধটু দুধ খাওয়াই। এখন বাচ্চাদের খাবার দুধেও টান পড়বে। তাদেরকেও সপ্তাহে দুধ খাওয়ার পরিমাণ কমায়ে দিতে হবে। এছাড়া আর তো কোনো উপায় দেখছি না।’

সালমান স্টোরের স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রায় ১০ দিন হলো সব ধরনের তরল দুধের দাম ৮০ টাকা হয়েছে। তবে যারা এক লিটার কেনেন তাদের আমরা ৭৫ টাকাতেই বিক্রি করি। অনেকে ৮০ টাকাই বিক্রি করছে।’ তবে কী কারণে দাম বেড়েছে তা তিনি বলতে পারেননি।

রাজধানীর কাঁঠালবাগানের বাসিন্দা ইয়াসমিন আরা চন্দনা বলেন, ‘দুধের দাম বাড়ানো অযৌক্তিক। সবকিছুর দাম বেড়েছে, এগুলো দেখাদেখিতে পানি আর দুধের দামও বাড়ানো হলো। এটি ব্যবসায়ীদের একটি পলিসি। অন্যদিকে যাই কিছু বাড়ুক না কেন? সেটির তো কোনো মনিটরিং সিস্টেম আমাদের নেই। মনিটরিং সিস্টেম না থাকার কারণে যে যেভাবে বাড়ছে দাম বাড়িয়ে দিচ্ছে।’

বিজ্ঞাপন

শুধু দুধ নয় ভোক্তা পর্যায়ে পানির দাম কী কারণে বাড়ল— সে বিষয়েও প্রশ্ন তোলেন ওই নারী।

এদিকে প্রান্তিক খামারি যাদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয় তারা বলছেন, আগে ৫০ টাকায় দুধ কিনত বিভিন্ন কোম্পানির পয়েন্টগুলো। এখন সেখানে ৩৮ থেকে ৪০ টাকা দেওয়া হচ্ছে। তার মানে আগের চেয়ে লিটারে দাম ১০/১২ টাকা কমে গেছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল এলাকার প্রান্তিক খামারি রাহেলা বেগম শুক্রবার (২৯ জুলাই) সারাবাংলাকে বলেন, ‘ইদের আগেও ৫০ টাকায় দুধ সংগ্রহ করতো প্রাণ । অথচ ইদের পর লিটারপ্রতি ৩৮ টাকা দিচ্ছে।’

তবে তিনি একজন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে দুধ প্রাণের পয়েন্টে পাঠান। সেই মধ্যস্বত্বভোগীরা টাকা মেরে দিচ্ছেন কিনা সেটি বলতে পারছেন না তিনি।

সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারি আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিন ৪৫ লিটার দুধ মিল্কভিটায় দিয়ে আসি। সেখানে ৪৫ টাকা লিটারে দুধের দাম পরিশোধ করা হচ্ছে। দুধের ফ্যাটের পরিমাণের ওপর নির্ভর করে দাম। বাজারে শুনছি, মিল্কভিটার এক লিটার দুধের দাম ৮০ টাকা করা হয়েছে। অথচ আমরা দাম পাচ্ছি ৪৫ টাকা লিটার।’

দুধের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কাঁচামালের দাম বৃদ্ধি, প্রান্তিক খামারিদের ৫ টাকা বাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন কারণে দুধের দাম বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া সব প্রতিষ্ঠানই দুধের দাম বৃদ্ধি করেছে। সবাই বাড়িয়েছে আমরা পোষাতে পারছি না, তাই দুধের দাম ৮০ টাকা করা হয়েছে।’

প্রান্তিক খামারিরা এখন লিটার প্রতি কত টাকা পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুধের ফ্যাটের ও পর নির্ভর করে ওই খামারি কত টাকা পাবেন। ফ্যাটে পরিমাণ ৪ হলে ৪৫ টাকা, সাড়ে ৪ হলে ৪৭ বা ৪৮ টাকা পেয়ে থাকেন। ফ্যাট ৪ এর নিচে হলে আরও কম টাকা পাবেন। বেশির ক্ষেত্রে দুধের ফ্যাটের পরিমাণ ৪ হয়ে থাকে।’

মিল্কভিটার এমডি আরও বলেন, ‘গরুর খাবারের দাম বৃদ্ধিসহ নানান ইস্যুতে খামারিরা বেশ কিছু দিন ধরে দুধের দাম বৃদ্ধির দাবি করে আসছিল। তার পরিপ্রেক্ষিতেই প্রান্তিক খামারিদের ৫ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে আমরাও ১০ টাকা বাড়িয়েছি। এক লিটার তরল দুধের দাম আগে ৭০ টাকা ছিল এখন ৮০ টাকা করা হয়েছে। তবে এই দাম খুচরা বিক্রেতাদের জন্য। তার আগে পাইকারি পর্যায়ে আগে ৬০ টাকা নেওয়া হতো এখন ৭০ টাকা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/একে

দুধের দাম বাড়তি দ্রব্যমূল্য বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর