Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বিস্কুট খেয়ে ১ মাদরাসা ছাত্রের মৃত্যু, অসুস্থ‍ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ২১:৫৮

যশোর: শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসায় বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন ছাত্র অসুস্থ‍ হয়েছেন। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। তারপর বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পরে ছাত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।

অসুস্থ এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়েছিলেন) বলেন, ‘বৃহস্পতিবার বিকালে উপজেলার নাভারন বাজারের ফুটপথ খেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে।’

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমি মাদরাসার ৭ ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করা হয়েছে। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে, সবাই ভালো আছে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কওমি মাদরাসা টপ নিউজ বিস্কুট মাদরাসা ছাত্র মাদরাসা ছাত্রের মৃত্যু শার্শা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর