Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র আশুরা ৯ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ২১:১৭

ঢাকা: দেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩০ জুলাই শনিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩১ জুলাই রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৯ আগস্ট মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহম্মেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি (সাধারণ) মো. ইলিয়াস মেহেদী, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মুহা. আছাদুর রহমান প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমন অবস্থায় আগামীকাল ৩০ জুলাই শনিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।

সারাবাংলা/একে

টপ নিউজ পবিত্র আশুরা মহররম মাস