Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ১৪:৩০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয় উপজেলায় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের কমপক্ষে পাঁচ যাত্রী নিহত হওয়ার খবর স্থানীয়ভাবে জানা গেছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়তাকিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন নিহত ও আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়ভাবে পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। সবাই মাইক্রোবাসের যাত্রী বলে শুনেছি।’

সারাবাংলা/আরডি/টিআর

ট্রেনের ধাক্কা নিহত ৫ মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর