Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ১৩:৪৭

নোবিপ্রবি: দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় চার হাজার শিক্ষার্থী।

আগামীকাল শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি জানায়, পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী চাইলে তার আগেও কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে জন্য প্রয়োজনীয় আয়োজন সম্পূর্ণ করেছে নোবিপ্রবি প্রশাসন। এ লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি ও রোভার স্কাউটস স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে মেডিকেল টিম প্রস্তুত থাকবে। আর অপ্রীতিকর বা সন্দেহজনক যেকোন বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখব। এ সময়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিয়মিত বাস সার্ভিস প্রদান করা হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

সারাবাংলা/এনএস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর