ধলেশ্বরীতে ভাসমান অবস্থায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
২৯ জুলাই ২০২২ ০৯:২৬ | আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৩:০৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার চর আলীরটেক এলাকার ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় বশির ব্যাপারী নামে এক মাছ ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে লাশটি উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার কান্দাপাড়া এলাকার মৃত আমির ব্যাপারীর ছেলে ও পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানায়, ওই ব্যবসায়ী গত তিনদিন আগে বশির কান্দাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় টঙ্গিবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে। রাতে তার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন তারা।
মুক্তারপর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান, রাতে ধলেশ্বরী নদীতে হাত-পা বাধা অবস্থায় বশিরের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সারাবাংলা/এএম