Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃতজ্ঞতা জানাতে ঘোড়ার গাড়িতে এলাকা ঘুরলেন নতুন কাউন্সিলর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২২:৩৬

জয়পুরহাট: পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান বাচ্চু। গতকাল বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত হওয়ায় ভোটারদের কৃতজ্ঞতা জানাতে ঘোড়ার গাড়িতে চড়ে এলাকা ঘুরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে ঘোড়ার গাড়িতে চড়ে নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় শতাধিক মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে একটি বিজয় শোভাযাত্রা করেন তিনি।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘৬নং ওয়ার্ডে ১৭১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এরমধ্যে আনিছুর রহমান বাচ্চু টেবিলল্যাম্প মার্কায় ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মাসুদ রানা ডালিম মার্কায় ৩৫০ ভোট পেয়েছেন।’

সারাবাংলা/এমও

কৃতজ্ঞতা ঘোড়ার গাড়ি নতুন কাউন্সিলর পাঁচবিবি পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর