Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় ২০ বছর পর দুই আসামির যাবজ্জীবন সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ১৯:৩৩ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৯:৩৪

রংপুর: ২০ বছর আগে রংপুরের মিঠাপুকুরে এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা কামাল এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত দুজনেই আদালতে উপস্থিত ছিলেন।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের কৌঁসুলি খন্দকার রফিক হাসনাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০২ সালের ১৮ মে রাতে ভুক্তভোগী কিশোরী মিঠাপুকুরের মুরাদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাতে ওই কিশোরী বাড়ির পার্শ্বেই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা রফিকুল ইসলাম ও শাহ আলম কিশোরীকে অস্ত্রের মুখে অপহরণ করে পাশের একটি ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে রফিকুল ইসলাম ও শাহ আলম পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করে।

সরকারি এই কৌঁসুলি বলেন, আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। ২০ বছর পর হলেও একটি সুবিচার নিশ্চিত হয়েছে আদালতে।

সারাবাংলা/একে

অপহরণ ধর্ষণ যাবজ্জীবন সাজা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর