Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২০:০৬

ঠাকুরগাঁও: পুলিশের গুলিতে ৮ মাসের শিশু মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। রানীশংকৈলে উপজেলার বাচোর ইউনিয়নের ভাঙ্গবাড়ি বিএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুব রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।

তদন্ত কমিটিকে আগামি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তিন নং ভোট কেন্দ্রে পিজাইডিং অফিসার ভোট শেষে ফলাফল ঘোষণার পর উত্তেজিত জনতা ওখানে যে পুলিশের দল ছিল তাদের ঘিরে ফেলে। যখন কিছুতেই বোঝানো যাচ্ছিল না তখন পুলিশ লাঠিচার্জ করে এবং গ্যাস গানও ফায়ার করে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই ঘটনার জন্য দায়ি কারা তারা তদন্ত প্রতিবেদন দিলে সত্য ঘটনা বের হয়ে আসবে। মামলা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, জেলার রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বুধবার (২৭ জুলাই) বাচোর ইউনিয়নের ভাঙ্গবাড়ি বিএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পুলিশের গুলিতে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

ঠাকুরগাঁও তদন্ত কমিটি পুলিশের গুলি শিশু মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর