রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত
২৮ জুলাই ২০২২ ১৪:৫৬
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় হাবিবা ইসলাম মিথিলা (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮জুলাই) দুপুড় সোয়া ১টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মিথিলার বন্ধু মোটরসাইকেল চালক মো. শরিফুল ইসলাম জানায়, মিথিলা সাইনবোর্ড তামিরুল মিল্লাত মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত এবং যাত্রাবাড়ি শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, যাত্রাবাড়ি সাদ্দাম মার্কেট এলাকায় শিতল পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা মিথিলা রাস্তায় পড়ে যায়। তখন বাসটি তাকে চাপা দেয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ