Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ছাত্রদল নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ১৪:৪৬ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৬:০৬

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারে বিএনপির সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (২৭ জুলাই) রাতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফরহাদ হোছাইন (২৮) কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি।

র‌্যাবের চট্টগ্রাম জোনের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার আসামি ফরহাদ কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ জুলাই কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য এবং আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে ফরহাদ হোছাইনের বিরুদ্ধে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম তার বিরুদ্ধে গত ১৯ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

সারাবাংলা/আরডি/এনএস

কক্সবাজার ছাত্রদল প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর