Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ১০:২২

কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘জাতির পিতার স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্বপ্ন বাস্তবায়নের কাজে স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে। অনেকেই রয়েছেন যাদের জাতির পিতা ও তার রাজনৈতিক জীবন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। বঙ্গবন্ধুকে জানতে হবে। তার আদর্শ পুরো ধারণ করতে হবে। সেই আদর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও মজবুত করতে হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শ পুরো ধারণ ছাড়া আমাদের জন্য বিকল্প কোনো পথ নেই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল বুধবার (২৭ জুলাই) বিকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের এক রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে। সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

রূপগ‌ঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক সভাপ‌তি মাহববুর রহমান মে‌হেরের সভাপ‌তিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন- রূপগ‌ঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক যুগ্ম সম্পাদক শাহিন প্রধান, তারা‌বো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি বিএম আতিকুর রহমান, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা আলমগীর হো‌সেনসহ অনেকে।

অপর‌দি‌কে, বুধবার বিকা‌লে রূপগঞ্জ উপ‌জেলার পবনকুল এলাকায় তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও সাংগঠ‌নিক কার্যক্রম ত্বরান্নিত করার ল‌ক্ষ্যে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় যোগ দেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা এনামুল হক রতন, মোলজার ‌হো‌সেন ও আমান উল্লাহ ও যুবলীগ নেতা মোশারফ হো‌সেনসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নারায়ণগঞ্জ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর