নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে তরুণ নিহত
২৮ জুলাই ২০২২ ০৮:০৫ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ১০:৩৬
ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইমন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু জয় (১৯) গুরুতর আহত হয়েছেন।
আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক গতকাল বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে। এর আগে, রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা তানভীর রহমান সাকিব ও নিশান জানায়, আহত ও নিহতের বাসা মাদানীনগর এলাকাতেই। জয় তাদের বন্ধু কিন্তু ইমনের সঙ্গে পরিচয় নেই। জয়ের বন্ধু নিহত ইমন।
তারা আরও জানায়, গতকাল বুধবার রাতে অন্য বন্ধুদের মাধ্যমে খবর পাই মাদানীনগর ছোট ব্রিজের কাছে জয় ও ইমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে তাদের দুজনকে সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তানভীর জানান, ইমনের সঙ্গে তাদের পরচিয় নেই। আহত জয়ের কাছ থেকে নাম জানতে পারি ইমনের। আহত জয় শুধু বলেছিল রাজুসহ আরও কয়েকজন তাদের ছুরিকাঘাত করেছে। তবে কেন ছুরিকাঘাত করেছে তা জানতে পারি নাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইমনের বুকে ছুরিকাঘাত ছিল। আহত জয়ের বুকে, পিঠে ও পায়ে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/এনএস