Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবি’র শিক্ষার্থী খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ২১:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ০৮:১২

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় আবুল হোসেন নামের এক যুবক ঘটনা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার (২৭ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমন ভুইয়ার আদালতে সে ঘটনার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন।

জবানবন্দি গ্রহণ শেষে আবুল হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে বুধবার বিকেলে আটক থাকা অপর আসামি কামরুল ইসলাম ও মো. হাসানকে আদালতে তোলা হয়নি।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদকে খুন করেন পার্শ্ববর্তী টিলাগাওয়ের বাসিন্দা আবুল, কামরুল ও হাসান। তারা পেশায় রাজমিস্ত্রী।

ছিনতাইয়ের বাধাপ্রাপ্ত হয়ে তারা ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে খুন করেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একেক করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/একে

টপ নিউজ শাবি শিক্ষার্থী খুন শাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর