Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ১৮:৫০

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না। এখন সময় বাংলাদেশের অগ্রযাত্রার। এই ধারাবাহিকতায় ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ।’

বিজ্ঞাপন

বুধবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড ঠিক তেমনই শিক্ষা জাতির উন্নতির মাপকাঠি। যে দেশের নাগরিক যত বেশি শিক্ষিত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা সেক্টরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।’

গণসংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উ‌দ্দিন আহমেদ, গোলাকান্দাইল ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, আওয়ামী লী‌গ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ নাঈম ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আলী আকবর, উপজেলা আওয়ামী লী‌গের সাবেক কার্যকরী সদস্য আবুল কালাম ভূঁইয়া, আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ডাক্তার মোসাদ্দেক আহমেদ।

সারাবাংলা/একে

এমপিওভুক্তি গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর