Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের ক্রাশ ল্যান্ডিং

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ১৭:২৪

ছবিতে bell-206 মডেলের হেলিকপ্টার। গুগল থেকে ছবিটি নেওয়া

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে জরুরি অবতরণকালে দুর্ঘটনায় পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার। ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিওর অনুশীলন করার সময় হেলিকপ্টার ক্রাশ ল্যান্ডিংয়ের কবলে পড়ে।

আর্মি এভিয়েশন এর একটি BELL-206 হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল। বুধবার দুপুর ১টা ৫ মিনিটে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

হেলিকপ্টারটিতে পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস। দুর্ঘটনার পরপরই তাদের ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লা ইবনে জায়েদ।

স্থানীয় পুলিশ দুর্ঘটনাটি কবলিত হেলিকপ্টারটির নিরাপত্তা দিচ্ছে। এ ছাড়াও পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ প্রশিক্ষণ বিমান সেনাবাহিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর