Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ২৩:৫৫ | আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৯:৪৮

ফাইল ছবি

ঢাকা: দেশে একদিকে যখন নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতি, তখন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ২৪ ঘণ্টায় হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার পরিসংখ্যান এটি।

এর আগে, ১২ জুলাই দেশে ২৪ ঘণ্টায় ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে সারাদেশে মোট ৩০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৪ জন বা তিন-চতুর্থাংশ ডেঙ্গু আক্রান্ত ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আট জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে রাজধানীতে এই হাসপাতালেই বর্তমানে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ ৬৫২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়। এর মাঝে ৬১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সর্বোচ্চ ১২ জন ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। এর মাঝে শুধুমাত্র কক্সবাজারেই ভর্তি হয়েছে ১৬ জন।

প্রতিবেদনে জানানো হয়, দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩০১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২৭ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ৭৪।

প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল আট জনে। কেবল জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এর আগে, জুন মাসে এ মৌসুমে প্রথম কোনো ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এ বছর যাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিন জন ঢাকা বিভাগের। বাকি পাঁচ জনই কক্সবাজার জেলার।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩০৫ জন। এর মাঝে সবচেয়ে বেশি এক হাজার ২১৬ জনই ভর্তি হয়েছেন জুলাই মাসের প্রথম ২৬ দিনে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর