Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ২ মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

লোকাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ২১:৪১

ভৈরব (কিশোরগঞ্জ): উপজেলার দুই মাদক বিক্রেতাকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের প্রত্যককে ৩ মাস করে সাজা এবং ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার শহরের চণ্ডবির গ্রামের ফজলু মিয়ার ছেলে জীবন মিয়া (২২) ও একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৫২) ।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পলতাকান্দা বালুর মাঠ থেকে তাদের গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলতাকান্দা বালুর মাঠ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন ও বিল্লাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম সাজা প্রদান করে এবং ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সারাবাংলা/এনএস

ভৈরব ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর