Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে ইতালির যুবক ঠাকুরগাঁওয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ২০:৫৮

ইতালির যুবক আলী শান্দ্র ও রত্না

ঠাকুরগাঁও: প্রেমের টানে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন ইতালির যুবক আলী শান্দ্র (৪০)। এরপর পরিবারের সম্মতিতে রত্নাকে (২০) বিয়ে করেন তিনি।

মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দীলিপ চ্যার্টাজি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২৫ জুলাই) বাংলাদেশে আসেন আলী শান্দ্র।

স্থানীয়রা জানায়, মোবাইলের মাধ্যমে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের সাকরুস চন্দ্রের কন্যা রত্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলী শান্দ্রের। সেই ভালোবাসার টানে গতকাল সোমবার বাংলাদেশে আসেন তিনি। এরপর পরিবারের সম্মতিতে রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। রত্না সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সেই ধর্ম অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পরে রত্না স্বামীর সঙ্গে ইতালিতেই যাবেন বলে জানিয়েছে রত্নার পরিবার।

এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় ছড়িয়ে পড়লে ইতালির যুবককে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে রত্নাদের বাসায়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে তারা বালিয়াডাঙ্গী থেকে চলে গেছেন।

সারাবাংলা/এনএস

আলী শান্দ্র ঠাকুরগাঁও প্রেমের টানে ইতালির যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর