Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭শ কোটি টাকার বাজেট ডিএসসিসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ২০:৫২ | আপডেট: ২৬ জুলাই ২০২২ ২১:১০

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০৮ কোটি টাকা। বাকি পাঁচ হাজার ৫৩৩ কোটি টাকা আসবে অন্যান্য আয়, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয়ের মাধ্যমে।

মঙ্গলবার (২৬ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে সবেচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। এই খাতের মধ্যে আছে পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয়, সরকারি ও বেসরকারি সহায়তায় উন্নয়ন ব্যয় (চার হাজার ৮২৯ কোটি টাকা)। সব মিলিয়ে মোট উন্নয়ন ব্যয় পাঁচ হাজার ৬০৮ কোটি টাকা। বাকি টাকা খরচ হবে সমাপনী স্থিতি ব্যয়ে।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত দুই বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আমরা মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করেছি।

গত ২০২১-২২ অর্থবছরে ডিএসসিসি রেকর্ড ৮৭৯ কোটির টাকারও বেশি রাজস্ব আহরণ করেছে। মেয়র তাপস বলেন, আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী সবার নিরলস পরিশ্রমে এবং সুষ্ঠু কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা নেওয়ায় আমরা ঢাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। ফলে এই করোনা মহামারির মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার আমরা গতবারের চেয়েও ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভেঙেছি।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় এক কর্মকর্তাকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও  এক জন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ‘শুদ্ধাচার পুরস্কার’ ও ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং করপোরেশনের অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কার পান। শুদ্ধাচার পুরস্কার হিসেবে রাসেল সাবরিনকে তার মূল বেতনের ১ মাসের বেসিক, একটি ক্রেস্ট, একটি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মোহাম্মদ সেলিমকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ দেওয়া হয়েছে।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সারাবাংলা/আরএফ/টিআর

টপ নিউজ ডিএসসিসি ডিএসসিসি মেয়র ডিএসসিসির বাজেট ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর