Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, ৩ জনের কারাদণ্ড

রাবি করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ১৭:১১ | আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৮:৪৪

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে তিন জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ কারাদণ্ডে দণ্ডিত করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী লিমনের হয়ে প্রক্সি পরীক্ষা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাসুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র তিনি। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, বেলা ১১টার দিকে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন দ্বিতীয় শিফটে প্রক্সি দেওয়া অবস্থায় ধরা পড়েন মো. সজিব। দণ্ডপ্রাপ্ত এ শিক্ষার্থীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের হয়ে প্রক্সি দেন। উভয়কে ম্যাজিস্ট্রেট এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবীনকে প্রক্সি দেওয়ার অপরাধে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পঞ্চগড়ের এই মেয়ে মূল পরীক্ষার্থী ইশরাত জাহনের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র প্রক্সি দেওয়ার অভিযোগ তাদের আটক করা হয়। আটকের পড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা। ফলে ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে কারাদণ্ড দেন।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি কিংবা অনৈতিক কাজ করার সুযোগ নেই। এসব দেখভাল করার জন্য সার্বক্ষণিক তদারকি জারি রেখেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম ও বিচক্ষণ শিক্ষকরা। তাই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।’

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে দ্বিতীয় দিনের মতো এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলমান রয়েছে। এ ইউনিটে লড়ছেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষাকে সুশৃঙ্খলভাবে পারি দিতে সক্রিয় অবস্থান করছেন ১৫ স্তরের নিরাপত্তা টিম। এছাড়া ভর্তি প্রস্তুতির আগেই সবধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে রোধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/পিটিএম

কারাদণ্ড টপ নিউজ প্রক্সি ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর