Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ১৫:৫৬

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করতে হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ পালনের কর্মসূচি চূড়ান্তকরণের সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। তাই বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ ও দর্শন বাংলাদেশের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

‘জ্বালানি-বিদ্যুৎসহ সব পরিষেবা ব্যবহারে এখনই সাশ্রয়ী হতে হবে’

সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ পালনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বস্ত্র ও পাটমন্ত্রী যথাযোগ্য মর্যাদা শোক দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর