জুলাইয়ের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ডলার
২৫ জুলাই ২০২২ ২১:৫০ | আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৮:৪২
ঢাকা: বৈশ্বিক অস্থিরতায় ডলার সংকটের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নতুন আশার সৃষ্টি করেছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৪ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। এই সময়ে গড়ে প্রতিদিন দেশে রেমিটেন্স এসেছে ৭ কোটি ২৪ লাখ ৫৮ হাজার মার্কিন ডলার। এই ধারা অব্যাহত থাকলে জুলাইয়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নতুন উচ্চতায় উন্নীত হতে পারে। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে প্রবাসীরা ২৫৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায়, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১০ জুলাই দেশে কোরবানির ইদ উদযাপিত হয়। ইদের আগে বরাবরের মতো এবারও রেমিট্যান্স প্রবাহে ঢল নামে। ইদের ছুটির আগে সাত দিনেই ৯০ কোটি ৯৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ছুটির পর তিন দিনে (১২ থেকে ১৪ জুলাই) পাঠিয়েছেন আরও ৩৩ কোটি ডলার। এরপর গত ১৫ ও ১৬ জুলাই সাপ্তাহিক ছুটির পর ১৭ থেকে ২১ জুলাই পাঁচ দিনে এসেছে ৪০ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। সব মিলিয়ে জুলাইয়ের ২১ দিনে ১৬৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। মাসের বাকি ৭ দিন এই ধারা অব্যাহত থাকলে রেমিট্যান্স ২৫০ কোটি ডলারের ছাড়িয়ে যেতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আমরা ব্যাংকগুলোকে নানা ধরনের উৎসাহ দিয়েছি; যাতে তারা বৈধপথে রেমিট্যান্স আনার পরিমাণ বাড়াতে পারে। ব্যাংকগুলোকে আমরা এটাও বলেছি, যতটা সম্ভব নিজেদের ডলার দিয়ে এলসি খোলার জন্য।’
তিনি বলেন, ‘বর্তমানে সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির খুবই দরকার ছিল। বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপের কারণে জুলাইয়ে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। যা দেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক।’
উল্লেখ্য, দেশে রফতানি আয়, মাথাপিছু আয় বাড়লেও সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ শতাংশ। বিদায়ী অর্থবছরে (জুলাই-২১ থেকে জুন-২২) রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি ২০২০-২১ অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বা ৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কম। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার। সর্বশেষ জুন মাসে প্রবাসীরা ১৮৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠান।
অর্থবছর ভিত্তিক রেমিট্যান্স
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসীরা ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান তারা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের ১ হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার।
পঞ্জিকা বছর হিসাবে রেমিট্যান্স
বিদায়ী ২০২১ সালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২২ দশমিক শূন্য ৭ বিলিয়নর ডলার বা ২ হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০ সালে ২১ দশমিক ৭৪ বিলিয়ন বা ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি মাকির্ন ডলার, ২০১৮ সালে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে ১ হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম