Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ প্রকাশের জেরে ২ সাংবাদিককে কুবি ছাত্রলীগ সভাপতির হুমকি

কুবি করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৮:৪৪

কুবি: প্রকাশিত সংবাদের জেরে দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ বাসারকে ‘হল থেকে বের করে দেওয়া’ ও ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। যদিও ছাত্রলীগের এই কমটির মেয়াদ চার বছর আগেই পার হয়েছে।

এছাড়া আরটিভি অনলাইনের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাফায়িত সিফাতকে ‘হ্যাডম’ দেখাবেন বলেও শাসিয়েছেন। সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এসময় তিনি সব হল থেকে প্রেস ক্লাবের সাংবাদিকদের নামিয়ে দেবেন বলে হুমকি দেন। তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবকে বঙ্গবন্ধু হল থেকে সংবাদকর্মীদের নামিয়ে দিতে আদেশও দেন।

দুই সাংবাদিককে আরও ভয়ভীতি দেখান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খায়রুল বাসার সাকিবসহ আরও কয়েকজন। সংবাদকর্মী সাজ্জাদ বাসারের বাবাকে নিয়েও অগ্রহণযোগ্য মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ও সম্পাদক মাজেদ।

এদিকে এই ঘটনায় ২৫ জুলাই (সোমবার) ভুক্তভোগী দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। সর্বশেষ, সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত থানায় জিডির প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত জানান, তারা রাতের খাবার শেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কথা বলছিলেন। এ সময় তাদের ডেকে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

দুই সংবাদকর্মীর অভিযোগ, কথাবার্তার একপর্যায়ে ইলিয়াস ও মাজেদ তাদের করা সংবাদের প্রসঙ্গ তুলে এবং উত্তেজিত হয়ে যায়। বিশ্বববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সাজ্জাদ ও সিফাতকে বলেন, ‘ভেবেছিস তোদের হ্যাডম আছে তাই যা ইচ্ছে লিখে ফেলছস। এবার দেখবি আমাদের কি হ্যাডম।’

তারা আরও জানান, ইলিয়াসকে প্রকাশিত সংবাদের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে প্রতিবাদ দেওয়ার কথা বলা হলেও তিনি ক্রমেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি প্রেসক্লাবে যুক্ত থাকা সাংবাদিকদের হলে থাকতে দেবেন না বলে ঘোষণা দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, ‘আমি সাংবাদিকতা করি। বিভিন্ন বিষয়ে সংবাদ করতে হয়। কিছু বিষয় কারও পক্ষে যাবে, কারও বিপক্ষে। আমি ঘটনার সময় ইলিয়াস ভাইকে বলেছিলামও যদি কোন কিছু ভুল মনে হয় তাহলে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেওয়ার জন্য। কিন্তু তিনি যা করলেন তা ন‍্যাক্কারজনক। আমি এর বিচার চাই।’

হুমকি দেওয়ার ব্যাপারে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কোনো হুমকি দেয়ার ঘটনা ঘটে নাই। আমরা দুইজনের সাথে শুধু কিছু কথা বলেছি।’

হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে তাদের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে লিখবে আর ছাত্রলীগ কিছু করবে না। এটা হতে পারে না।’

কমিটির মেয়াদ শেষ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই সেখানে আমাদের মেয়াদ নিয়ে প্রশ্ন আসে কেন? তোমরা যাদের বক্তব্যে নিউজ দাও তাদের মেয়াদ তখন কই থাকে? আওয়ামী লীগের সম্মেলনও তো অনেক আগে হয়েছে। সেই হিসাবে তো শেখ হাসিনাও মেয়াদোত্তীর্ণ।’

কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আমি ছোট ভাইয়ের মতো বিষয়টা বলেছি। সাংগঠনিক জায়গা থেকে বলি নাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি অভিযোগপত্র পেয়েছি। প্রক্টরিয়াল বডিসহ আমরা সবাই বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ১৯ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ ৫ দফা দাবিতে, ২০ জুলাই নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগ ৩ দফা দাবিতে এবং সর্বশেষ ২১ জুলাই ১৪ দফা দাবিতে মানববন্ধন করেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। গত ২১ জুলাই মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে ইলিয়াস হোসেন সবুজের কথা কাটাকাটি হয়। এ সময় উপাচার্য ইলিয়াস হোসেন সবুজকে উদ্দেশ্য করে তার স্ত্রীর চাকরি ও টেন্ডার বাণিজ্যের জন্য বারবার আসার কথা মনে করিয়ে দেন।

ঘটনা পরবর্তী সময়ে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ বাসার ‘উপাচার্যকে চাপে রাখতে তৎপর কুবি ছাত্রলীগ’ শিরোনামে ও ‘উপাচার্যকে চাপে ফেলে প্রভাব বিস্তারের চেষ্টা কুবি ছাত্রলীগ নেতার’ শিরোনামে সাফায়িত সিফাত সংবাদ করেন।

সারাবাংলা/এমও

২ সাংবাদিক ছাত্রলীগের সভাপতি সংবাদ প্রকাশ হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর