Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতফেরত পাসপোর্ট যাত্রীর কাছে মিললো ২ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৬:৫২

হিলি: একদিন পর আবারও ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকা জব্দ করেছে হিলি কাস্টমস।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কাস্টমস অফিসে পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশির করার সময় এসব টাকা জব্দ করা হয়। পাসপোর্ট যাত্রী সবুজ কুমার নওগাঁ জেলার মান্দা উপজেলার দক্ষিণ পারইল গ্রামের খিতিশ চন্দ্রের ছেলে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘আজ বিকেলে পাসপোর্ট যাত্রীদের নিয়মিত তল্লাশির চলমান কার্যক্রমের সময় ভারতফেরত বাংলাদেশি পাসপোর্টযাত্রী সবুজ কুমারের প্যান্টের পকেটে অভিনব কায়দায় রাখা ২ লাখ টাকা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

২ লাখ টাকা পাসপোর্ট যাত্রী ভারতফেরত হিলি ইমিগ্রেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর